| |
               

মূল পাতা জাতীয় সাংবাদিক ও ছাত্রদের উপর হামলা করল আনসার সদস্যরা


সাংবাদিক ও ছাত্রদের উপর হামলা করল আনসার সদস্যরা


রহমত নিউজ     25 August, 2024     10:02 PM    


সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় শিক্ষার্থী ও বেশ কয়েকজন সাংবাদিককে পিটিয়ে আহত করে আনসার সদস্যরা।

রোববার (২৫ আগস্ট) রাত ৯টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক সারজিস ইসলাম ও হাসনাত আব্দুল্লাহকে সচিবালয়ে অবরুদ্ধ করে রাখে আনসার সদস্যরা। তাদের দুজনকে মুক্ত করতে সাধারণ শিক্ষার্থীরা সেখানে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে।

সচিবালয়ের সামনে সংবাদ সংগ্রহ করতে যাওয়া কয়েকজন সাংবাদিক আনসার সদস্যদের হামলায় গুরুতর আহত হয়েছেন। এখনও সেখানে দফায় দফায় শিক্ষার্থী ও আনসার সদস্যদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। 

এদিকে, হাসনাত-সারজিসদের আটকে রাখার প্রতিবাদে ছাত্রদের ঢল নেমেছে রাজু ভাস্কর্যে। হাসনাতের পোস্টের পরেই অসংখ্য ছাত্র জড়ো হতে শুরু করেন সেখানে। মিছিল নিয়ে তারা রাজু ভাস্কর্যে পৌঁছান।  

ছাত্ররা জানিয়েছে, সচিবালয় থেকে হাসনাত-সারজিসকে ছাড়া না হলে সচিবালয় ঘেরাও করবেন তারা। এছাড়া সেখান থেকে সমন্বয়কদের উদ্ধার করার পরিকল্পনা করছেন তারা।